একটি পূর্ণসংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম।


অ্যালগরিদমঃ
ধাপ-১ঃ কাজ শুরু।
ধাপ-২ঃ ইনপুট হিসেবে পূর্ণসংখ্যা n এর মান গ্রহণ।
ধাপ-৩ঃ যদি n%2==0 হয়,
            i. হ্যাঁ, ফলাফল জোড় সংখ্যা ছাপাই।
            ii. না, ফলাফল বিজোড় সংখ্যা ছাপাই।
ধাপ-৪ঃ কাজ শেষ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.