Chapter Four: MCQ



1. HTML নামক মার্ক আপ ল্যাংঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?
ক. ওয়েব
খ. ওয়েব পেইজ
গ. পেইজ
ঘ. ওয়েব সাইট
উত্তর: খ. ওয়েব পেইজ

2. ওয়েব পেইজে সাধারণত বিভিন্ন ধরনের-
ক. ডেটা থাকে
খ. ওয়েব সাইট থাকে
গ. বিভিন্ন উপকরন থাকে
ঘ. তথ্য থাকে
উত্তর: ঘ. তথ্য থাকে

3. ওয়েব পেইজে নিয়ন্ত্রন করা হয়।
ক. টেলিভিশন দ্বারা
খ. কম্পিউটার দ্বারা
গ. ইন্টারনেট দ্বারা
ঘ. মোবাইল দ্বারা
উত্তর: খ. কম্পিউটার দ্বারা

4. HTML এর সংস্করণ HTML এর প্রকাশকাল কখন?
ক. জানুয়ারি ২০০৭
খ. জানুয়ারি ২০০৮
গ. ফেব্রুয়ারি ২০০৮
ঘ. ফেব্রুয়ারি ২০০৭
উত্তর: গ. ফেব্রুয়ারি ২০০৮

5. ওয়েব সাইট সাধারণত হতে পারে-
ক. ডাইনামিক
খ. স্ট্যাটিক
গ. ল্যাংঙ্গুয়েজ ভিত্তিক
ঘ. স্ট্যাটিক ও ডাইনামিক
উত্তর: ঘ. স্ট্যাটিক ও ডাইনামিক

6. HTTP এর পূর্ণ নাম কী?
ক. Hyper Text Top Protocol
খ. Hyper Technical Transfer Protocol
গ. Hyper Text Top Protocol
ঘ. Hyper Text Transfer Protocol
উত্তর: ঘ. Hyper Text Transfer Protocol

7. গ্লোবাল হাইপারটেক্স প্রজেক্ট এর প্রস্তাবনা দেন কে?
ক. এরিক বিনা
খ. টিম বার্নাস লি
গ. মার্ক অ্যান্ডারসেন
ঘ. বিল গেটস
উত্তর: খ. টিম বার্নাস লি

8. W3C ওয়াল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়।
ক. ১৯৮৯ সালে
খ. ১৯৯০ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তর: গ. ১৯৯৩ সালে

9. ইন্টারনেটে ওয়েব পেইজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তা কোনটি?
ক. http
খ. ftp
গ. UDP
ঘ. UCP
উত্তর: ক. http

10. Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?
ক. URL
খ. http
গ. TCP/IP
ঘ. Wab page
উত্তর: ঘ. Wab page
11. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?
ক. জেনেটিক টেকনোলজী
খ. ইনফরমেট্রিক্স
গ. বায়োইনফরমেট্রিক্স
ঘ. বায়োমেট্রিক্স
উত্তর: ঘ. বায়োমেট্রিক্স

12. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংশ গ্রহন করতে পারেন?
ক. ইন্টারনেট
খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধান
গ. যোগাযোগ
ঘ. ই -কমার্স
উত্তর: ক. ইন্টারনেট

13. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন ?
ক. ত্রি-মাত্রিক ছবি
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. টিভির ছবি
ঘ. রিয়েলিটি শো
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি

14. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে ?
ক. বাস্তব জগতে থাকা
খ. অবাস্তব জগতে থাকা
গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
ঘ. প্রভাবিত হওয়া
উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া

15. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়
ক. কম্পিউটার
খ. বিহেভিয়ার
গ. তথ্য ব্যবস্থা
ঘ. এনভায়রনমেন্ট
উত্তর: ঘ. এনভায়রনমেন্ট

16. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে–
ক. নলেজ বেজড সিস্টেম
খ. নলেজ সিস্টেম
গ. কম্পিউটার সিস্টেম
ঘ. ইন্টারনেট সিস্টেম
উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম

17. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?
ক. যোগাযোগ
খ. কর্ম
গ. চিকিৎসা
ঘ. বাসস্থান
উত্তর: গ. চিকিৎসা

18. প্রসেপেটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়?
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা
খ. খনিজ সম্পদ খোজা
গ. সমুদ্র অভিযান
ঘ. মহাকাশযান
উত্তর: ঘ. মহাকাশযান

19. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে-
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. রোবোটিক্স
গ. কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ. ইনফরমেট্র‌িক্স
উত্তর: গ. কৃত্রিম বুদ্ধিমত্তা

20. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে?
ক. রোবোটিকস
খ. বায়োমেট্রিক্স
গ. ইনফরমেট্র‌িক্স
ঘ. বিহেভিয়ার
উত্তর: ক. রোবোটিকস

21. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে-
ক. কুকুর
খ. রোবট
গ. গরু
ঘ. মানুষ
উত্তর: খ. রোবট

22. বর্তমানে চামড়ার ক্যান্সার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে –
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. ইনফরমেট্রিক্স
গ. ক্রায়োসার্জারি
ঘ. নরমাল সার্জারি
উত্তর: গ. ক্রায়োসার্জারি

23. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়-
ক. শক্ত
খ. নরম
গ. বাসস্থান
ঘ. তরল
উত্তর: ঘ. তরল

24. ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়?
ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতিমাত্রায় গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োগ
ঘ. সাধারন তাপমাত্রায়
উত্তর: ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ

25. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ?
ক. শিক্ষা
খ. চিকিৎসা
গ. বাসস্থান
ঘ. সংস্কৃতি
উত্তর: খ. চিকিৎসা

26. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ?
ক. তরল
খ. জৈব
গ. গ্যাস
ঘ. অজৈব
উত্তর: ক. তরল

27. আজ কাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে?
ক. মানুষ
খ. রোবট
গ. পাখি
ঘ. কুকুর
উত্তর: খ. রোবট

28. মৃত ব্যক্তির DNA পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ?
ক. বায়োমেট্রিক্স
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি
ঘ. ন্যানো সার্জারি
উত্তর: খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

29. পলিথিন ফাইবার প্রবৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ?
ক. বায়োমেট্রিক্স
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি
ঘ. ন্যানো টেকনোলজি
উত্তর: ঘ. ন্যানোটেকনোলজি

30. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ?
ক. ক্রায়োসার্জারি
খ. মোবাইল
গ. বায়োমেট্রিক্স
ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল

31. কিসের মাধ্যমে বসেই মানুষ জানতে পারছে পন্যের উৎপাদানের তারিখ গুনাগুন দাম ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই নিদিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে ?
ক. কমার্স
খ. ই-কমার্স
গ. ব্যবসায়
ঘ. ইন্টারনেট
উত্তর: খ. ই-কমার্স

32. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে?
ক. http://www.yahoo.com
খ. http://www.google.com
গ. http://www.youtube.com
ঘ. http://www.facebook.com
উত্তর: ঘ. http://www.facebook.com

33. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি- মাত্রিক মাল্টি সেনসোরিয়াল Multi Sensorial এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. রোবোটিক
গ. ইনফরমেশন
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি

34. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে?
ক. বৈশ্বিক ভিলেজ
খ. ভিলেজ
গ. গ্লোবাল
ঘ. বিশ্ব ব্রহ্মান্ড
উত্তর: ক. বৈশ্বিক ভিলেজ

35. বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে?
ক. এনসাইক্লোপিডিয়া
খ. সাইক্লোপিডিয়া
গ. মিডিয়া
ঘ. এনসাইক্লোন
উত্তর: খ. সাইক্লোপিডিয়া

36. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়?
ক. মোবাইল গেইমস
খ. কম্পিউটার
গ. টেলিভিশন
ঘ. ইন্টারনেট
উত্তর: ঘ. ইন্টারনেট

37. বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়?
ক. একটি ইউনিয়ন
খ. একটি গ্রাম
গ. একটি উপজেলা
ঘ. একটি জেলা
উত্তর: খ. একটি গ্রাম

38. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়?
ক. মহাকাশ যান
খ. মহাকাশ ক্ষেপনান্ত্র
গ. ফ্রি ফোন সুবিধা
ঘ. লগ ইন করা
উত্তর: গ. ফ্রি ফোন সুবিধা

39. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বুঝানো হয়েছে ?
ক. তথ্য প্রযুক্তি
খ. মাল্টিমিডিয়া
গ. বড় গ্রাম
ঘ. ছোট গ্রাম
উত্তর: ক. তথ্য প্রযুক্তি

40. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি-
ক. অবস্থা
খ. ব্যবস্থা
গ. ক্ষেত্র
ঘ. শিক্ষা
উত্তর: গ. ক্ষেত্র

41. বিশ্বগ্রামের ধারনা কত সালে সর্বপ্রথম অবতারনা হয়?
ক. ১৯৬২সালে
খ. ১৯৬৪সালে
গ. ১৯৭০সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তর: ক. ১৯৬২সালে

42. বিশ্বগ্রামের ধারনা সর্বপ্রথম কে প্রদান করেন?
ক. মাইকেল লুইস
খ. ডেভিট ফোরম্যান
গ. মার্শাল ম্যাকলুহান
ঘ. জেমস আর্থারটন
উত্তর: গ. মার্শাল ম্যাকলুহান

43. বিশ্বগ্রাম কী ?
ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব
খ. বিশ্বের গ্রামঞ্চল
গ. একটি গ্রাম
ঘ. প্রযুক্তি হীন বিশ্ব
উত্তর: ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব

44. বর্তমানে বিশ্বে কিসের কারনে একটি গ্রামে পরিনিত হয়েছে-
ক. তথ্য প্রযুক্তি
খ. যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ. ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

45. নিচের কোনটি বর্তমানে ব্যবসায়ে বাণ‌িজ্যের স্বরূপ?
ক. ই কমার্স
খ. ই-মেইল
গ. ই-ল্যান্ড
ঘ. ই-মারকেট
উত্তর: ক. ই কমার্স

46. বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
ক. শিল্প যুগ
খ. তথ্য প্রযুক্তির যুগ
গ. শিক্ষা যুগ
ঘ. বানিজ্য যুগ
উত্তর: খ. তথ্য প্রযুক্তির যুগ

47. Understanding Media শিরোনামের গ্রহ্নটির রচিয়তা কে?
ক. মার্শাল ম্যাকুলুয়ান
খ. মার্শাল ম্যাক
গ. মার্শাল মার্লিন
ঘ. মার্শাল মুলার
উত্তর: ক. মার্শাল ম্যাকুলুয়ান

48. সাবমেরিন কেবল নেটওয়ারর্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে?
ক. ১৯৯৬
খ. ২০০০
গ. ২০০৪
ঘ. ২০০৮
উত্তর: গ. ২০০৪

49. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড নিচের কোনটির ওপর নির্ভরশীল ?
ক. তথ্য
খ. কম্পিউটার
গ. যোগাযোগ
ঘ. বায়ু
উত্তর: খ. কম্পিউটার

50. GPS অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়?
ক. গ্রাককে
খ. সার্ভারে
গ. সার্জেন্টকে
ঘ. কম্পিউটারে
উত্তর: খ. সার্ভারে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.