Space Exploration


মহাকাশ অভিযান:
মহাকাশ অভিযান হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের উর্ধ্বে মহাকাশ  উড্ডয়ন এবং ঐ স্থানের পরিবেশ ও ভৌত ধর্মাবলিকে পর্যবেক্ষণ করা। স্বয়ংক্রিয় ভাবে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা নভোচারীবাহী মহাকাশযান দ্বারা মহাকাশ অভিযান পরিচলনার যায়। মনুষ্যবাহী নভোযান এবং মনুষ্যহীন বা রোবটিক নভোযান উভয় মাধ্যমেই এই অভিযান পরিচলনা ও নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক-১ । বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান ভস্টক-১।
মহাকাশ অভিযান এর লক্ষ্য ও উদ্দেশ্য মহাকাশ অভিযানের মাধ্যমে মহাশূন্যস্থিত কোন বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়।জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে- বৃহত্তর মানবতার কল্যাণে ভৌত ও মানসিক চাহিদা পূরণ।এছাড়া মহাকাশ অভিযানের মাধ্যমে-পৃথিবী সম্পর্কে এবং মহাকাশ সম্পর্কে জ্ঞান আহরণ।
মহাকাশে বাণিজ্যিকভাবে পদার্থ প্রক্রিয়াকরণ ও উৎপাদন।পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ ও নতুন সীমানা আওত্তাধীন করা।এছাড়া মহাকাশ অভিযানের নেপথ্য উদ্দেশ্য ছিল -আধিপত্য বিস্তার করা এবং অন্য দেশের বিরুদ্ধে সামরিক ও কৌশলগত সুবিধার উন্নয়ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.