Data transmission mode


ডেটা ট্রান্সমিশন মোড- উৎস থেকে গম্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনভাগে ভাগ করা যায়। যথা-

সিমপ্লেক্স- কেবলমাত্র একদিকে ডেটা প্রেরনের মোডকে সিমপ্লেক্স বলে। যেমন: কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ।

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহনের অধিকারের উপর ভিত্তি করে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইউনিকাস্ট
২। ব্রডকাস্ট
৩। মাল্টিকাস্ট
ইউনিকাস্ট- একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহন করতে পারে এরুপ মোডকে বলে ইউনিকাষ্ট বলে।
নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহন করছে।

ব্রডকাস্ট- নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে এরুপ মোডকে বলে ব্রডকাষ্ট। যেমন: টেলিভিশন।
নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং সবাই ডেটা গ্রহন করছে।

মাল্টিকাস্ট- নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে না শুধুমাত্র নেটওয়ার্ক ভুক্ত একটি গ্রুপ বা কিছু গ্রুপ ডেটা পাবে এরুপ মোডকে বলে মাল্টিকাষ্ট। যেমন: মোবাইলের  ম্যাসেজ ।
নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং অনেক জন ডেটা গ্রহন করছে কিন্তু সবাই নয়।

হাফডুপ্লেক্স- ডেটা উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একই সাথে নয় এরুপ মোডকে হাফডুপ্লেক্স বলে। যেমনঃ ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ।

ফুলডুপ্লেক্স- একই সময়ে উভয়দিকে ডেটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স। এই মোডে একই সময়ে একই সাথে প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ বা প্রেরন করতে পারে। যেমন: মোবাইল, টেলিফোন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.