ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণেয়র অ্যালগরিদম,ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম।

অ্যালগরিদম:
ধাপ-১:কাজ শুরু।
ধাপ-২:ইনপুট হিসেবে ভূমি b এবং উচ্চতা h এর                  মান গ্রহণ।
ধাপ-৩:ত্রিভুজের ক্ষেত্রফল area নির্ণয় করি।অর্থাৎ               area=(b*h)/2.0
ধাপ-৪:ফলাফল area ছাপাই।
ধাপ-৫:কাজ শেষ।


                                  ফ্লোচার্ট



C Programming:

#include <stdio.h>
#include <conio.h>
main()
{
float b,h,a;
printf ("Enter the base of triangle:");
scanf ("%f",&b);
printf ("Enter the height of the triangle:");
scanf ("%f",&h);
a=(b*h)/2.0;
printf ("Area of the triangle is &%2f\n",a);
getch();
}

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.