Bioinformatics


বায়োইনফরমেটিক্স – বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করা হয় । বায়োইনফরমেটিক্সে যে সব ডেটা ব্যবহৃত হয় তা হলো – ডিএনএ ,জিন,এমিনো অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিড ইত্যাদি।
বায়োইনফরমেটিক্স এর উদ্দ্যেশ্য –
১। জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা। অর্থাৎ জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা।
২। রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা।
৩। ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা।
একটি বায়ো–ইনফরমেটিক্স যন্ত্র
তিনটি প্রধান প্রক্রিয়া করে থাকে −
১। ডিএনএ ক্রম প্রোটিন ক্রম নির্ণয় করে (DNA sequence determines protein sequence )
২। প্রোটিন ক্রম প্রোটিন গঠন/ কাঠামো নির্ণয় করে (Protein sequence determines protein structure)
৩। প্রোটিন গঠন/ কাঠামো প্রোটিনের কাজ নির্ণয় করে (Protein structure determines protein function)
বায়োইনফরমেটিক্স এর গবেষণাধীন
এরিয়া
★সিকুয়েন্স এলাইনমেন্ট
★ডিএনএ এনালাইসিস
★জিন ফাইন্ডিং
★জিনোম সমাগম
★ড্রাগ নকশা
★ড্রাগ আবিষ্কার
★প্রোটিনের গঠন
★প্রোটিনের ভবিষ্যৎ গঠন
★জিন সূত্রের ভবিষ্যৎ
★প্রোটিন – প্রোটিনের মিথস্ক্রিয়া
★জিনোম এর ব্যাপ্তি
★বিবর্তনের মডেলিং ইত্যাদি।
বায়োইনফরমেটিক্স এর ব্যবহার
♦মলিকিউলার মেডিসিন
♦পারসোনালাইজড মেডিসিন
♦প্রিভেন্টিভ মেডিসিন
♦জিন থেরাপি
♦ওষুধ উন্নয়ন
♦মাইক্রবায়াল জিনোম এপ্লিকেশন
♦ওয়েস্ট ক্লিনআপ
♦আবহাওয়া পরিবর্তন শিক্ষা
♦বিকল্প শক্তি উৎস
♦বায়োটেকনোলজি
♦মেশিন ল্যাঙ্গুয়েজ এলগোরিদম
♦এন্টিবায়োটিক রেজিস্টেন্স
♦মাইক্রোবেস এর ফরেনসিক বিশ্লেষণ
♦বায়ো অস্ত্র উৎপাদন
♦বিবর্তন শিক্ষা
♦শস্য উন্নয়ন
♦কীট প্রতিরোধ
♦পুষ্টির মান উন্নয়ন
♦খরা প্রতিরোধ উন্নয়নে
♦ভেটেরিনারি বিজ্ঞান
♦প্যাটার্ন রিকোগনিশন
♦ডেটা মাইনিং।
বায়োইনফরমেটিক্স এর ওপেনসোর্স সফটওয়্যার সামগ্রী
Bioconductor, BioPerl, Biopython, BioJava, BioRuby, Biclipse, EMBOSS,Taverna Workbench, UGENE

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.